সুধীর মিশ্র পরিচালিত অফবা ছবিটি সর্বজন বিদিত হলো
Updated : 05/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সুধীর মিশ্র বাস্তব আর রটনা দুটি রঙের সুতোয় বুদ্ধিমত্তার সাথে গল্পটি বুনেছেন ,এই গল্পে প্রধান ভূমিকা তে অভিনয় করেছেন সুমিত ব্যাস ও ভূমি পেদনেকর ,এই ছাড়াও রয়েছেন সাড়িব হাসমি ,নওয়াজুদ্দিন সিদ্দিকী সহ, পুরো অভিনয়ের দলটি বুদ্ধিমত্তার সাথে ছবিটিকে এগিয়ে নিয়ে গেছে । ছবিটি হল থেকে বিদায় নিয়েছে ।