দেশের পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির হার মাথা নামালো
Updated : 05/16/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : খুচরোর পরে দেশের বাজারে মূল্যবৃদ্ধির হার মাথা নামিয়েছে ,শিল্প ও বাণিজ্যিক সংস্থাগুলির আর্থিক ফলাফল ও সন্তোষ জনক ।উঁচু বাজারে শেয়ার বেঁচে মুনাফা তোলার প্রবণতা বোঝায় রয়েছে লগ্নিকারীদের ।গতকাল সেনসেক্স ৩১৭.৮১পয়েন্ট বেড়ে ,৬২ হাজার ৩৪৫.৭১ অংকে পৌঁছে গিয়েছে যা ৫ মাসে সর্বাধিক ,সব থেকে উল্লেখযোগ্য বিদেশী লগ্নিকারীদের বিনিয়োগ ফিরছে ভারতের বাজারে ।