প্রযোজনা তে নামতে চলেছে দক্ষিণী তারকা রামচরণ
Updated : 05/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জন প্রিয় দক্ষিণী তারকা রামচরণ প্রযোজনা তেও নামতে চলেছে ।গতকাল সাভারকরের ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ,নিজের প্রযোজিত প্রথম ছবি দি ইন্ডিয়া হাউসের নাম ঘোষণা করেন ।এইটি হবে একটি সর্বভারতীয় ছবি ।ভারতীয় ইতিহাসের একটি ভুলে যাওয়া ইতিহাস কে কেন্দ্র করেই এই গল্প ,ছবির মুখ্য চরিত্রে আছে অনুপম খের এবং নিখিল সিদ্ধার্থ পরিচালক রাম বামসি কৃষ্ণ ।