২০২২-২৩ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি ৭.২% হলো
Updated : 06/01/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে পূর্বাভাস কে ছাপিয়ে গত অর্থ বর্ষে ২২-২৩ দেশের আর্থিক বৃদ্ধির হার পৌছালো ৭.২%।বিশ্ব অর্থনীতির দোলাচলের মধ্যে এই পরিসংখ্যান কে সাফল্য হিসাবে তুলে ধরছে কেন্দ্রীয় সরকার ।বিরোধী দের দাবি খুঁটিয়ে দেখলে বোঝা যাবে ক্রেতা চাহিদা ,উৎপাদনের মত অনেক মাপকাঠি ভালো ফল করেনি উচ্ছসিত হওয়ার মত কিছু হয়নি ।