আরিয়ান খানের স্টারডম সিরিজে রণবীর কাপুর
Updated : 06/06/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আরিয়ান খান পরিচালিত ডেব্যু সিরিজ স্টারডমে ক্যামিও চরিত্রে থাকবেন রণবীর কাপুর ,ভারতীয় চলচ্চিত্র জগৎ য়ের অন্দরের গল্প নিয়ে তৈরি হয়ে ছয় পর্বের সিরিজ ।পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করে আরিয়ান ।গতকাল মুম্বাইয়ের অরলি সেঞ্চুরি মিলস এলাকাতে তে শুটিং হয় স্টারডমের মূল চরিত্রে আছেন লক্ষ্য লালবানী ,ও ছোট্ট চরিত্রে করণ জোহর ।