পুঁজি জোগাড়ে সায় দিলো পরিচালন পর্ষদ
Updated : 06/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : লগ্নিকারী সংস্থার থেকে টাকা তুলতে সায় দিলো টিটা গড় ওয়াগন সের পরিচালন পর্ষদ ,স্থির হয়েছে স্মল ক্যাপ ওয়ার্ল্ড ফান্ড কে শেয়ার বেঁচে ২৮৮.৮০ কোটি টাকা তোলা হবে ।বদলে তারা পাবে প্রায় ৫.৯৮% টিটাগড় ওয়াগন সের শেয়ার ।