সেবির নির্দেশ কে চ্যালেঞ্জ জানালো হলো
Updated : 06/14/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সেবি নির্দেশ দিয়েছিলো যে এসেল ঘোষ্ঠীর চেয়ারম্যান সুভাষ চন্দ্র ও জি এন্টারটেইনমেন্টের এমডি এবং সিইও পুনিত গোয়েঙ্কা কোনো নথিভুক্ত সংস্থার ডিরেক্টর পদে থাকতে পারবেন না । এই রায় কে চ্যালেঞ্জ জানিয়ে তারা দুই কর্তা সেবির আপিল ট্রাইবুন্যালে স্যাটের দ্বারস্থ হলো ।