খবর > Economy

সেবির নির্দেশ কে চ্যালেঞ্জ জানালো হলো

Updated : 06/14/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সেবি নির্দেশ দিয়েছিলো যে এসেল ঘোষ্ঠীর চেয়ারম্যান সুভাষ চন্দ্র ও জি এন্টারটেইনমেন্টের  এমডি এবং সিইও  পুনিত  গোয়েঙ্কা  কোনো নথিভুক্ত সংস্থার ডিরেক্টর পদে থাকতে পারবেন না । এই রায় কে চ্যালেঞ্জ  জানিয়ে তারা দুই কর্তা সেবির  আপিল ট্রাইবুন্যালে  স্যাটের দ্বারস্থ হলো ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।