অভাগীর স্বর্গ চিত্রায়িত হচ্ছে
Updated : 06/16/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সাহিত্যিক শরদ চন্দ্রের অভাগীর স্বর্গ অবলম্বনে ছবি করতে চলেছেন পরিচালক অনির্বান চক্রবর্তী । চিত্র নাট্য তার লেখা ।মুখ্য ভূমিকা তে দেখা যাবে মিথিলা কে এবং অন্যান্য চত্রিতে অভিনয় করবেন সায়ন ঘোষ ,দেবযানী চট্টোপাধ্যায় ও সুব্রত দত্ত ।