এন পি এস তহবিল নিয়ে নয়া ব্যবস্থা
Updated : 06/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ৬০ বছর বয়েস হয়ে গেলে ৬০% অব্দি তহবিল এনপি এস থেকে তুলে নিতে পারেন গ্রাহকরা । নিয়ম অনুযায়ী বাকি টাকা অননুইটি প্রকল্পে কিনতে হয় ।এখন থেকে চাইলে ওই ৬০% তহবিল ৭৫ বছর অব্দি দফায় দফায় তোলা যাবে ।
পিআর ডিএফ চেয়ারম্যান দ্বীপক মোহান্তি বলেন আগামী সেপ্টেম্বর থেকে তারা ওই প্রকল্প টি চালুর বিষয়ে আশাবাদী ।