সংলাপ বদল হলো আদিপুরুষের
Updated : 06/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আদিপুরুষের কয়েকটি সংলাপ নিয়ে জোর বিতর্ক চলছে ।বজরং বলির ভাবমূর্তি নিয়ে সোশ্যাল মিডিয়া তে জোর আলোচনা চলছে । সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন এই ছবির সহ লেখক মনোজ মুনতাসির শুক্ল ।তিনি বলেন ছবিটির জন্য প্রায় ৪০০০|সংলাপ লেখা হয়েছে তার মধ্যে ৪-৫ টি লাইন নিয়ে সমালোচনা হচ্ছে ।তিনি বলেন দর্শকের কথা ভেবেই আমরা সংলাপ বদল করবো ।