ব্রিটিশ সরকার সম্মানিত করলো করণ জোহার কে
Updated : 06/22/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিশ্ব সিনেমা তে করণে অবদান কে মাথায় রেখে ব্রিটিশ সরকার ,লন্ডনের প্যালেস অফ ওয়েস্ট মিনিস্টারের আয়োজন করলো সন্মান প্রধান অনুষ্ঠানের ।ওই দিকে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে করণ বলেন আমার স্বপ পূরণ হলো ।ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ হওয়ার পাশাপাশি এই জুলাই তে মুক্তি পাবে তার রকি অউর রানী কে প্রেম কাহানি ছবিটি ,মুখ্য ভূমিকা তে আছেন রণবীর সিংহ ও আলিয়া ভট্ট ।