তৃণমূল ছাড়তে চায় বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা
Updated : 06/24/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা সংবাদ মাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি অসুস্থতার কারণে দল ছাড়তে চান কিন্তু আসল কথা হলো তার ক্ষোভ গত ৫ বছরে যারা দলের কোনো মিটিং মিছিলে ছিলেন না পুলিশের খাতা তে নাম আছে এরকম অনেকের খাতায় নাম আছে এদের হয়ে প্রচার করতে যাওয়া অসম্ভব ।