কর ফাঁকির অভিযোগ এইচ ডি এফ সির লাইফের বিরুদ্ধে
Updated : 06/24/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স এইচ ডি এফ সি লাইফ কে কর ফাঁকির অভিযোগে ৯৪২ কোটি টাকার শো কজ ও ডিমান্ড নোটিশ পাঠালো । ২০১৭ শালের জুলাই থেকে ২০২১-২২ অর্থবর্ষ অব্দি কর হিসাব করেই তা পাঠানো হয়েছে । তাদের দাবি তারা আগেই ২৫০ কোটি টাকা জমা দিয়েছে আগামী দিনে সব দিক খতিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।