বৃষ্টিতে বিপর্যস্থ শিমলা
Updated : 06/24/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাত থেকে বৃষ্টির ফলে বিপর্যস্থ হয়ে পড়েছে শিমলা শহর ও তার আশ পাশ ।বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জেরে জাতীয় সড়ক -সহ একাধিক রাস্তায় যানজটের পরিস্থিতি তৈরী হয়েছে ।ক্ষতিগ্রস্থ হয়েছে বহু গাড়ি ।হাওয়া অফিস সূত্রের খবর ,রবিবার ও সোমবার শিমলা ও তার আশে পাশের এলাকাতে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ।