খবর > Country

কোথায় গেলেন পুতিন

Updated : 06/24/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর রাশিয়া নিজের গৃহ যুদ্ধে জড়িয়ে পড়েছে ।মস্কোর দিকে ক্রমে এগিয়ে আসছে  বিদ্রোহী ওয়াগনার  বাহিনী (আধা  সামরিক )।ভ্লাদিমির  পুতিন কে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে ক্রমশ ধ্বংস্বাত্বক  হয়ে উঠেছে ওয়াগনার  বাহিনী ।তাদের প্রধান প্রিগজিন  জানিয়েছেন যারাই তাদের সামনে আসবে  তাদের উড়িয়ে দেওয়া  হবে । রাশিয়ার অন্যতম বড়  তৈল খনি ধ্বংস করেছে এই বাহিনী । ঠিক  এই সময় বিমান নিয়ে চলে গেছেন ,সেই নিয়ে জল্পনা হচ্ছে ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।