শেয়ার বাজারে ধ্বস
Updated : 06/25/2023, IST
নিউস`ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবারের পরে শুক্রবারেও শেয়ার বাজারে ধ্বস অব্যাহত রইলো তার ফলে ৬৩ হাজারের গন্ডির নিচে নেমে গেলো সেনসেক্স ।পাশাপাশি ১০৫ পয়েন্ট নেমেছে নিফটি ৫০। তার ফলে কয়েক লক্ষ্য কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগ কারীরা ।সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছে আদানি ঘোষ্ঠীর বিভিন্ন শেয়ার ।উল্টো দিকে সব থেকে বেশি লাভ করেছে নাট কো ফার্মা এবং আইসিআইআই সিকিউরিটিস ।