ভারতীয় সেনার মানবিক মুখ
Updated : 06/25/2023, IST
নিউস`ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় সেনার উপস্থিত বুদ্ধির জেরে রক্ষা পেলো হিংসা উপদ্রুত ইমফল লাগোয়া এত্থান গ্রামের লোকজন । ওই গ্রামের মহিলারা পথ অবরোধ করেন এবং সেনাবাহিনী কে ঘিরে রেখেছিলো ।,১২ জন জঙ্গিকে ছেড়ে দেওয়ার দাবিতে । গুলি চালানো ছাড়া উপায় নেই এই পরিস্থিতিতে কমান্ডার ইনচার্জ বুদ্ধি করে সিদ্ধান্ত নেন ১২ জন জঙ্গিকে মহিলা দের হাতে তুলে দিয়ে জমায়েত সরানোর এবং ভারতীয় সেনার মানবিক মুখ তুলে ধরার ।