আমদানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত
Updated : 06/26/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকার আমেরিকা থেকে আমদানি হওয়া ৮ টি পণ্যের উপর শুল্ক তোলার নির্দেশ দিয়েছে ।সূত্রের খবর এর মধ্যে ছোলা ,মুসুর ডাল ,আপেল আখরোট অন্যতম ।২০১৮ শালে আমেরিকা ভারতের ইস্পাত ও আলুমুনিয়াম পণ্যে বাড়তি শুল্ক চাপানো তে পাল্টা শুল্ক বসায় ভারত ।মোদির আমেরিকা সফরে দুই দেশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করবে বলে চুক্তি হয়েছে ।