ভারতের থেকে পিছিয়ে রইলো চীন অর্থনৈতিক বৃদ্ধির খতিয়ানে
Updated : 06/27/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক খতিয়ে দেখতে বসে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা এস এন্ড পি গ্লোবাল রেটিং জানিয়েছে ,২০২৩ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে ৬% এবং চীনের হবে ৫.৩%,পাশাপাশি এই দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার ৬.৭% বদলে ৫% নামবে বলে মনে করছে সংস্থা টি ।