সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে বস্তার
Updated : 06/27/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরিচালক সুদীপ্ত সেনের পরের ছবি বস্তার তৈরী হতে চলেছে সত্য ঘটনা অবলম্বনে প্রযোজক অমৃত লাল শাহ ,গতকাল সমাজ মাধ্যমে ঘোষণা করেন সামনে ঘোষণা করেন কেরালা স্টোরির পরিচালক ও প্রযোজক জুটি বস্তার কথা । ঘটনা টি হচ্ছে বস্তারের উগ্রপন্থীরা কেন্দ্রীয় বাহিনী ৭৬ জন জওয়ান ও ৮ জন নিরীহ গ্রাম বাসীকে হত্যা করেছিল ।তার সুবিচার দাবি করেই এই ছবি ।