খবর > Country

আজকের রাশিফল ( ২৮ সে জুন )

Updated : 06/28/2023, IST

মেষ -  অসতর্ক হলে সুনাম নষ্ট 
 
বৃষ - কলাকৌশলীর জন্য সময়টি শুভ 
 
মিথুন - সম্পত্তির দখল  পেতে সমস্যা হতে পারে 
 
কর্কট - অন্যের প্ররোচনা তে পা দেবেন না 
 
সিংহ - পাওনা মেটাতে গিয়ে জমানো টাকা নষ্ট হবে 
 
কন্যা - বিলাসবহুল দ্রব্যের ব্যবসা তে বাড়তি বিনিয়োগ না করা  উচিত 
 
তুলা - আর্থিক সমস্যা তে পুরোনো বন্ধুকে পাশে পেতে পারেন 
 
বৃশ্চিক- সামাজিক অনুষ্ঠানে  সমাজ বিরোধী কে ঠেকিয়ে বাহবা পাবেন 
 
ধনু - সৃষ্টিশীল চিন্তা ও নতুন পরিকল্পনা 
 
মকর - হজমের সমস্যার বিষয়ে সাবধান হন 
 
কুম্ভ - শ্বশুরকুল  থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা 
 
মীন - বেশি চিন্তা  করে পদক্ষেপ নিতে গেলে ভালো সুযোগ হাতছাড়া হবে 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।