মুম্বাই দায়রা আদালত সমন পাঠালো উদ্ভব এবং সঞ্জয় রাউত কে
Updated : 06/28/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিবসেনার ইউটিবি মুখপত্রে শিন্ডে ঘোষ্ঠীর নেতা রাহুল শেয়ালের বিরুদ্ধে অবমাননা কর প্রতিবেদন ছাপার অভিযোগে মুম্বাইয়ের এক দায়রা আদালত সমন পাঠিয়েছে শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে ও সঞ্জয় রাউত কে ।শিবসেনা ইউটিবি ঘোষ্ঠীর প্রধান সম্পাদক হলেন উদ্ভব ঠাকরে ।