জরিমানা হবে অনলাইন পোর্টালে দেরিতে দাম মেটালে
Updated : 06/28/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পোর্টালের সিই ও পিকে সিংহ জানান সরকারের অনলাইন বিপণির (জেম পোর্টাল ০ মাধ্যমে পণ্য ও পরিষেবা কিনে দেরিতে দাম মেটালে জরিমানা গুনতে হবে ক্রেতা কে ।জুলাই থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানান পিকে সিংহ।কেন্দ্রীয় ও মন্ত্রক ও দফতরের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রায়াত্ব সংস্থা যাতে ক্ষুদ্র ,ছোট ও মাঝারি সংস্থা থেকে পণ্য ও পরিসেবা পেতে পারে তার জন্য এই প্রযুক্তি চালু হয়েছে ।