আজকের রাশিফল ( ২৯ জুন )
Updated : 06/29/2023, IST
মেষ - কল্যাণ কাজে শ্রম ও অর্থদান
বৃষ - গ্ল্যান্ডের সমস্যার প্রকোপ বৃদ্ধি
মিথুন - উপস্থিত বুদ্ধির জেরে কর্ম স্থলে জটিলতা কাটাতে পারবেন
কর্কট - কোনো গঠন মূলক কাজে যোগদানে মানসিক শান্তি
সিংহ - উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির থেকে আয় বাড়বে
কন্যা - গুরুজনের হস্তক্ষেপে প্রতিদ্বিন্দির সঙ্গে বিবাদ মিটবে
তুলা -উঁচু স্থান থেকে পরে দেহে আঘাত লাগবে
বৃশ্চিক -টনসিলের জটিলতা ভোগাবে
ধনু - হটকারী সিদ্ধান্ত না নেয়াই উচিত
মকর -কপট বন্ধুর থেকে দূরত্ব রাখুন
কুম্ভ -বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন
মীন - অপ্রিয় সত্য কথা বলার থেকে বিরত থাকুন