ব্রিটেনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে লন্ডন গিয়েছিলেন অভিনেত্রী সোনাম কাপুর
Updated : 06/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সম্প্রতি রাজা তৃতীয় চার্লস য়ের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের আমন্ত্রণ পেলেন সোনাম ।১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত হয়েছে ইন্ডিয়া ইউকে উইক ।ভারতীয় প্রতিনিধি হিসাবে আমন্ত্রটিতে সোনাম সেইখান গিয়েছেন ২৮ সে জুন ।এই অনুষ্ঠান চলবে ৩০ সে জুন অব্দি ।