বন্ধন ব্যাঙ্ক শাখার সংখ্যা তিনগুন করলো
Updated : 06/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিগত ৮ বছরে বন্ধন ব্যাঙ্ক তার শাখার সংখ্যা তিনগুন বাড়িয়ে ১৫০০ তে এনেছে বলে দাবি করলো ব্যাঙ্কের এক শীর্ষ কর্তা ।ওই কর্তা বলেন ২০১৫ শালের ২৩ সে অগাস্ট ৫০১ টি শাখা দিয়ে পথ চলা শুরু হয় বন্ধন ব্যাঙ্ক ।এখন তা রয়েছে ৩৪ টি রাজ্যে এবং কেন্দ্রীয় শাষিত অঞ্চলে ।গত বুধবার সারা দেশে ১২ টি শাখা খোলা হয়েছে বলে তিনি দাবি করেন ।