সেনসেক্স ছুঁয়ে গেলো ৬৪ হাজার
Updated : 06/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের আবহাওয়া সংক্রান্ত উদ্বেগ ভূ রাজনৈতিক অশান্তি এই সবের বাঁধা কাটিয়ে ভারতীয় শেয়ার বাজারের দৌড় অব্যাহত রয়েছে ,গতকাল লেনদেনের মধ্যপথে সেনসেক্স পৌঁছে যায় ৬৪,০৫০,৪৪ অঙ্কে আবার নিফটি ও ১৯ হাজারের গন্ডি |পার করে ।শেয়ার বিক্রির চাপে সেনসেক্স ৬৩,৯১৫.৪২ অঙ্কে আর নিফ্টি পৌঁছায় ১৮,৯৭২.১০ অঙ্কে ।