হাই কোর্টে বিচারপতিদের বেঞ্চ বদল
Updated : 06/30/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল হাই কোর্টের প্রধান বিচাপতির দফতর থেকে যেই তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে ,৪ জুলাই থেকে বিচারপতি রাজ্ শেখর মান্থা চলে ডিভিশন বেঞ্চে বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্জির সঙ্গে ।তার বিচার্য বিষয় হবে টেলিকম ,পরিবহন সহ বিভিন্ন মামলার আপিল এবং কিছু দেওয়ানি মামলার বিচার করবেন তিনি ।তার জায়গায় বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশি নিষ্ক্রিয়তা ও এটি সক্রিয়তার মামলা গুলি শুনবেন ।