জেলা পরিষদের সব জায়গায় তেই তৃণমূল এগিয়ে
Updated : 06/30/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আসন্ন পঞ্চায়েতের জেলা পরিষদ নিয়ে যে সমীক্ষা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় সবজেলা তেই তৃণমূল এগিয়ে ,বাম -কংগ্রেস জোট ও বিজেপি কোথায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ।১০,৫৪৮ জনের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা তৈরি হয়েছে ।সমীক্ষা তে বিভিন্ন গ্রামীণ বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল তার উত্তরের ভিত্তিতে তৈরি হয়েছে এই সমীক্ষা ।