বিমান সংস্থার গো ফার্স্ট নিয়ে অভিবাসন দফতর রিপোর্ট দেবে
Updated : 06/30/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসি এ তরফে জানানো হয়েছে যে ফের বিমান পরিষেবা চালু করার ব্যাপারে উড়ান সংস্থা গো ফার্স্ট কতটা প্রস্তুত তা অডিট করে দেখবে উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।সূত্রের খবর পুনরুজ্জীবন পরিকল্পনা নিয়ে ডিজিসি এ সাথে কথা বলেছেন গো ফার্স্ট এয়ারওয়েজের আধিকারিক রা ।