উত্তর প্রদেশ সরকার এই যে এলো ছোট উদ্যোগ পতিদের পাশে
Updated : 07/01/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ছোট উদ্যোগ পতিদের জন্য দুর্ঘটনা বীমা নিয়ে আসলো উত্তর প্রদেশ সরকার ১৮-৬০ বছরের ব্যক্তিরা সেটি কিনতে পারবেন বীমার সর্বোচ্চ অংক ৫ লক্ষ টাকা যেই সব উদ্যোগপতি জিএসটির অধীনে ট্রেডার্স এক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিমের সুবিধা পান না ।তারা এতে নাম লেখাতে পারবেন না ,পাশাপাশি মন্ত্রী পরিষদ উত্তর প্রদেশ টাউন শিপ পলিসিও অনুমোদন করেছে ।