খবর > Country

অর্থমন্ত্রকের মহিলা সন্মান প্রকল্প নিয়ে ঘোষণা

Updated : 07/01/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অর্থমন্ত্রকের সূত্রে জানানো হয় যে এইবার থেকে  সমস্ত  রাষ্ট্রায়াত্ব  ব্যাঙ্ক ও নির্দিষ্ট কিছু বেসরকারি ব্যাঙ্কে  মাধ্যমে মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে লগ্নি করা যাবে ,ফলে উপকৃত হবেন গ্রাহকেরা ।মহিলা দের  জন্য ১ লা এপ্রিল  ২০২৩ থেকে চালু হওয়া  ওই প্রকল্পে এখন অব্দি শুধু ডাকঘর থেকে লগ্নি করা যেত ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।