অর্থমন্ত্রকের মহিলা সন্মান প্রকল্প নিয়ে ঘোষণা
Updated : 07/01/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অর্থমন্ত্রকের সূত্রে জানানো হয় যে এইবার থেকে সমস্ত রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক ও নির্দিষ্ট কিছু বেসরকারি ব্যাঙ্কে মাধ্যমে মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পে লগ্নি করা যাবে ,ফলে উপকৃত হবেন গ্রাহকেরা ।মহিলা দের জন্য ১ লা এপ্রিল ২০২৩ থেকে চালু হওয়া ওই প্রকল্পে এখন অব্দি শুধু ডাকঘর থেকে লগ্নি করা যেত ।