রাহুলের চাপে কি পদত্যাগ ফেরালেন মনিপুরের মুখ্যমন্ত্রী ??
Updated : 07/01/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মনিপুরের দাঙ্গা বিদ্ধস্থ মৈরাংয়ের শরণার্থী শিবিরে রাহুল গান্ধীর কাঁধে মাথা রেখে কাঁদছিলো মা ও মেয়েরা ।আঙ্কেল রাহুলের সঙ্গে স্কুলের বাচ্চারা ভাগ করে নিচ্ছিলো তাদের সুখ ও দুঃখের গল্প ,আর ঠিক সেই সময় রাজধানী ইম্ফলে পদত্যাগের সিদ্ধান্ত ফিরিয়ে নিলেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ।রাজভবনে যাওয়ার পথে তার রাস্তা আটকে দেয় জনতা এবং তার দাবি মেনে পদত্যাগ পত্র ছিড়ে ফেলা হলো ।