খবর > Country

রাহুলের চাপে কি পদত্যাগ ফেরালেন মনিপুরের মুখ্যমন্ত্রী ??

Updated : 07/01/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মনিপুরের দাঙ্গা বিদ্ধস্থ  মৈরাংয়ের শরণার্থী  শিবিরে  রাহুল গান্ধীর কাঁধে  মাথা রেখে কাঁদছিলো  মা  ও মেয়েরা ।আঙ্কেল  রাহুলের সঙ্গে স্কুলের বাচ্চারা ভাগ করে নিচ্ছিলো তাদের সুখ ও দুঃখের গল্প ,আর ঠিক সেই সময় রাজধানী ইম্ফলে পদত্যাগের  সিদ্ধান্ত ফিরিয়ে নিলেন মনিপুরের মুখ্যমন্ত্রী এন  বীরেন সিংহ ।রাজভবনে যাওয়ার পথে তার রাস্তা আটকে দেয়  জনতা এবং তার দাবি  মেনে পদত্যাগ পত্র ছিড়ে  ফেলা হলো ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।