মহারাষ্ট্রে মাস্টার স্ট্রোক অজিত পাওয়ারের
Updated : 07/02/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ মহারাষ্ট্রে এনসিপির বিরোধী দলনেতা অজিত পাওয়ার তাদের ৫৩ বিধায়কের মধ্যে ২৯ জন বিধায়ক কে নিয়ে যোগ দিয়েছেন একনাথ শিন্ডের শিবসেনা সরকারের । তাকে উপমুখ্যমন্ত্রী করেন একনাথ শিন্ডে এর পরেই অজিত পাওয়ার দাবার মোক্ষম চাল দেন , এর পরে তিনি বলেন "এনসিপির অধিকাংশ বিধায়ক যখন তার সঙ্গে তাই এনসিপির প্রতীক তাকে ব্যবহার করতে দেওয়া হোক ,নাম সহ "।