বেকারত্বের হার ছাড়িয়ে গেলো ৮%
Updated : 07/04/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সিএম আই আই ইর দাবি দেশে বেকারত্বের হার এসে দাঁড়িয়েছে ৮.৭৩%।যা বিগত দুই বছরের মধ্যে সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে । তার অন্যতম প্রধান কারণ হলো কৃষিতে যুক্ত ,বহু মানুষের হাতে কাজ না থাকা ।পাশাপাশি শহরে গত মাসে বেকারত্বের হার কমলেও এই মাসে তা এসে দাঁড়িয়েছে ৮% কাছাকাছি ।