মহারাষ্ট্রে ধ্বংস করা হয়েছে আইএস সেল
Updated : 07/04/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এন আই এ দাবি মহারাষ্ট্রে তারা আইএস সেল কে ধ্বংস করে দিয়েছে ।গত সোমবার মুম্বাই ,থানে ,পুনে তে অভিযান চালিয়ে এন আই এ জুবের মুহাম্মাদ ,তাবিস নাসের সিদ্দিকী ,সার্জিল শেইখ ও জুলফিকার আলী নামে চার জন কে গ্রেপ্তার করা হয় ।অভিযোগ তারা আইএস স্লিপার সেল চালাচ্ছিল ।