কেন্দ্রীয় প্রকল্প খতিয়ে দেখতে আসরে অর্থমন্ত্রী
Updated : 07/05/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এইবার বাজেটে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে নির্মলা সীতারমন গতকাল অর্থমন্ত্রক ও কর্পোরেট মন্ত্রকের সচিব দের সঙ্গে বৈঠকে বসেন ,তিনি নির্দিষ্ট সময়ে প্রকল্প গুলির কাজ শেষ হচ্ছে কিনা তার উপর নজর দাড়িতে জোর দেন । আগামী বৃহস্পতিবার রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন নির্মলা ,কথা হবে কিষান ক্রেডিট ,মুদ্রা যোজনা ছোট শিল্পের ঋণ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের প্রসার নিয়ে ।