খবর > Country

আজকের রাশিফল ( ৬ জুলাই )

Updated : 07/06/2023, IST

মেষ - পুরোনো বন্ধুর সাথে হটাৎ পথে দেখা 
 
বৃষ - নানা কারণে সঞ্চয় ব্যাহত হতে পারে 
 
মিথুন - কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে 
 
কর্কট  - কোনো আত্মীয়ের কূটচালে সংসারে অশান্তি বৃদ্ধি 
 
সিংহ  - ললিত কলায়  বুৎপত্যি 
 
কন্যা - বিলাশ দ্রব্যের ব্যবসা তে বাড়তি বিনিয়োগ না করাই  উচিত 
 
তুলা - কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি এবং বদলির সম্ভাবনা 
 
বৃশ্চিক - স্বাস্থ্যের দিকে বিশেষ ভাবে নজর দিন 
 
ধনু - গুরুজনের পরামর্শ মেনে চলা উচিত 
 
মকর - অতিরিক্ত পরিশ্রমে দৈহিক ক্লান্তি বাড়বে 
 
কুম্ভ - মূত্রাশয়ে অস্ত্রপচারের সম্ভাবনা 
 
মীন - শ্বাসযন্ত্রের দুর্বলতায় কষ্ট পাবেন 

আজকের রাশিফল ( ৬ জুলাই )

Updated : 07/06/2022, IST

মেষ - সাংসারিক ক্ষেত্রে অর্থসমস্যা দেখা দিতে পারে 
 
বৃষ -স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া  উচিত 
 
মিথুন - নিজের ব্যাপারে চিন্তা করা ভালো 
 
কর্কট -জ্যোতিষ ও রহস্য বিদ্যা চর্চায় অগ্রগতি 
 
সিংহ -উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া উচিত 
 
কন্যা -অত্যাধিক পরিশ্রমে দৈহিক দুর্বলতা 
 
তুলা -ব্যবসায়ীদের পক্ষে সময়টি শুভ 
 
বৃশ্চিক -পথে ঘাটে  চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার 
 
ধনু -প্রয়োজনীয় কাজ গুলি প্রথম দিকে শেষ করার চেষ্টা করুন 
 
মকর -সন্তানের উচ্চ অভিলাষ কে উৎসাহ দিন 
 
কুম্ভ -শরীরের নিচের দিকের বাতজ বেদনা তে কষ্ট পাবেন 
 
মীন -কর্মচারীদের অসততায়  ব্যবসায়ে আকস্মিক মন্দা 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।