ভার্চুয়াল শাখা চালু করলো পিএনবি
Updated : 07/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল পিএনবি মেটা ভার্স পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অধীনে এর উদ্বোধন করলো । গতকাল পিএনবি এক অধিকর্তা জানান এই প্রযুক্তির সাহায্যে মোবাইল ফোন অথবা ল্যাপটপে ব্যাঙ্কের নানা রকম সুবিধা নিতে পারবে গ্রাহকেরা ।