আই আই টি বিদেশেও ক্যাম্পাস চালু করতে চলেছে
Updated : 07/07/2023, IST
তাঞ্জানিয়ার জানজিবারে খুলতে চলছে আই আই টির বিদেশী ক্যাম্পাস |নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর ,তাঞ্জানিয়ার জানজিবারে ভারতের বাইরে প্রথম আই আই টি ক্যাম্পাস তৈরি হবে ।মন্ত্রকের তরফে জানানো হয়েছে আই আই টি মাদ্রাসার একটি ক্যাম্পাস পূর্ব আফ্রিকার ওই দেশে খোলার বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে ।বুধবার এস জয়শঙ্করের উপস্থিতিতে ওই মৌ স্বাক্ষরিত হয় ।