নয়া দিল্লিতে উপস্থিত হলেন শারদ পাওয়ার
Updated : 07/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কংগ্রেস নেতা শারদ পাওয়ারের আহবানে তার দিল্লির বাসভবনে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । জানা যাচ্ছে অজিত পাওয়ার শিবিরে চলে যাওয়া দুই এনসিপি সাংসদ দুই জন সাংসদ নয় জন বিধায়ক কে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলো শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ।রাহুল গান্ধী শারদ পাওয়ার কে তার পাশে থাকার আশ্বাস দেন ,মমতাও তার পাশে থাকার বার্তা দেন ।