খবর > Country

আজকের রাশিফল ( ৮ জুলাই )

Updated : 07/08/2023, IST

মেষ - বন্ধু নির্বাচনে সতর্কতা দরকার 
 
বৃষ - সজ্জন ব্যক্তির সান্নিধ্য জীবনে শান্তি আনবে 
 
মিথুন  - বিকল্প পথে উপার্জনের সঞ্চয়ের নতুন পরিকল্পনা 
 
কর্কট - আটকে থাকা কাজে সাফল্য আসবে 
 
সিংহ  - কর্মক্ষেত্রে দক্ষতার কম বেশি স্বীকৃতি 
 
কন্যা -সন্তানের কাজের জন্য গর্ববোধ করবেন 
 
তুলা - অভিজ্ঞ  ব্যক্তির পরামর্শে সমস্যার সমাধান  
 
বৃশ্চিক- মৌলিক চিন্তা ও সফল গবেষণার সূত্রে  বৃহত্তর  জগতে প্রবেশ 
 
ধনু - মানুষিক উত্তেজনা দমন করতে হবে 
 
মকর - কারুর চক্রান্তে কর্মে অগ্রগতি পিছিয়ে যাবে 
 
কুম্ভ -সময়চিত সিদ্ধান্তে ক্ষোভের নিরসন 
 
মীন - ঈর্ষাকাতর সহ কর্মীকে এড়িয়ে চলুন 

আজকের রাশিফল ( ৮ জুলাই )

Updated : 07/08/2022, IST

মেষ - ব্যবসা তে বাড়তি বিনিয়োগ সুফল আনবে 
 
বৃষ -অন্যকে সাহায্য করতে গিয়ে উপহাস জুটবে 
 
মিথুন -পুরোনো  রোগ ছাগরা  দিতে পারে 
 
কর্কট -হটকারী  সিদ্ধান্ত নেবেন না 
 
সিংহ  -সহকর্মীদের অপপ্রচার থেকে সাবধান 
 
সিংহ -স্বার্থ সিদ্ধির জন্য কোনো বন্ধু আপনাকে কাজে লাগাতে পারে 
 
কন্যা -স্বাস্থ্য হানির সম্ভাবনা 
 
তুলা -শেয়ারে বাড়তি বিনিয়োগ না করাই  ভালো 
 
বৃশ্চিক -উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হাতছাড়া না করাই  উচিত 
 
ধনু -ভূসম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হবে 
 
মকর -মানসিক স্থিরতা টোলে  যেতে পারে 
 
কুম্ভ -অনেকদিন পরে আর্থিক সুরাহা হতে পারে 
 
মীন -কোনো স্বজনের দায়িত্ব নিতে হতে পারে 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।