রাশিয়ার তেল সংস্থার অধিকর্তা হলেন এক ভারতীয়
Updated : 07/08/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাশিয়ার তেল সংস্থা রোসে নেফটের পর্ষদে নিয়োজিত হলেন ইন্ডিয়ান অয়েলের প্রাক্তন ডিরেক্টর জিকে সতীশ ।রাশিয়ার সংস্থার পর্ষদে এই প্রথম একজন ভারতীয় নিয়োজিত হলেন ,সংশ্লিষ্ট মহল মনে করছে তার ফলে ভারতের সঙ্গে রাশিয়ার বানিজ্যিক সম্পর্ক মজবুত ।