করোনা পূর্ব সময় কে অতিক্রম করতে পারলো না গাড়ির ব্যবসা
Updated : 07/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দেশের খুসির বাজারে এক একে সব রকম গাড়ি করোনা পূর্ব সময় কে চাপিয়ে ব্যবসা করছে শো রুম থেকে সেগুলির বিক্রি ক্রমশ বাড়ছে ।ব্যাতিক্রম শুধু দুই চাকা বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও দুই চাকা ছাড়া অন্য গাড়ির ব্যবসা বাড়ছে ।গাড়ি বিক্রেতাদের সংগঠন ফাডা দুই চাকার গাড়ি বিক্রি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ।তাদের মত কেন্দ্র ভর্তুকি ছাটাই করার ফলে ধাক্কা খেয়েছে বৈদ্যুতিক দুই চাকার ব্যবসা ।