খবর > Country

আজকের রাশিফল ( ১১ জুলাই )

Updated : 07/11/2023, IST

মেষ -  কম বেশি প্রশংসা  জুটবে 
 
বৃষ -  আলোচনার মধ্যে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে 
 
মিথুন - পরিবারের কারুর সঙ্গে সম্পর্ক তিক্ত হবেনা 
 
কর্কট - প্রিয়জনের সংবাদ না পাওয়া অব্দি দুশ্চিন্তা বেড়ে চলেছে 
 
সিংহ  - বন্ধুর সঙ্গে মনমালিন্যের অবসান 
 
কন্যা - প্রতিকূল পরিস্থিতি তে মাথা ঠান্ডা রাখুন 
 
তুলা - উপস্থিত বুদ্ধির দ্বারা বিপদ টলানো  যাবে 
 
বৃশ্চিক  - দাম্পত্য সমস্যা বৃদ্ধিতে মানসিক অশান্তি 
 
ধনু - গুরুজনের সঙ্গে বিতর্কে না  জড়ানোই উচিত 
 
মকর  - লাগামছাড়া দম্ভের জন্য অপ্রিয় হতে পারেন 
 
কুম্ভ -  ব্যবসার নিম্নগতি চিন্তা বাড়াবে 
 
মীন - আসার বাইরে বকেয়া ফেরত পাবেন 

আজকের রাশিফল ( ১১ জুলাই )

Updated : 07/11/2022, IST

মেষ - প্রিয়জনের  আগমনে খুশির সংবাদ 
 
বৃষ - অতি মাত্রায় রাগের প্রভাব পড়তে  পারে সন্তান  ও পরিবারের উপরে 
 
মিথুন -গৃহ নির্মাণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা উচিত 
 
কর্কট -সম্পত্তি নিয়ে অশান্তিতে মানসিক উদ্বেগ 
 
সিংহ -বন্ধুর অনৈতিক কাজকর্মের জেরে আত্মগ্লানি 
 
কন্যা -অতিরিক্ত ভাব প্রবণতা ছেড়ে  বাস্তবাদী হয়ে যান 
 
তুলা - ছোটোখাটো শারীরিক সমস্যা বিব্রত করবে 
 
বৃশ্চিক -ছদ্দবেশী  বন্ধুর প্রলোভন না এড়ালে  বিপদ 
 
ধনু -পুরোনো বন্ধুর সঙ্গে পথে হটাৎ দেখা  হতে পারে 
 
মকর -চোখের সমস্যা ভোগাবে 
 
কুম্ভ -নিয়ম বহির্ভূত কাজের জন্য স্বাস্থ্য হানি 
 
মীন -সপরিবারে কাছে  পিঠে  ভ্রমণ বাতিল হতে পারে 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।