আগামী আগস্টে চালু হওয়ার কথা নতুন রূপে বন্দে ভারত
Updated : 07/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চেন্নাইয়ে ইনটৃগ্রাল কোচ ফ্যাক্টরি পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান ,নীল সাদার বদলে এইবার থেকে ট্রেন গুলি হবে গেরুয়া সাদা এবং কালো সাদা রঙের ২৫ টি ট্রেন ।আগের তুলনাতে উন্নত করা হয়েছে ,এক্সেকিউটিভ শ্রেণীর বসার আসনে মাথা হেলানো সুবিধা ছাড়াও মাথার উপরে রয়েছে রিডিং লাইট সহ একাধিক সুযোগ সুবিধা ,আগামী আগস্টেই চালু হওয়ার কথা ।