খবর > Country

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Updated : 07/11/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয় যে কেন্দ্রীয় মন্ত্রী সভা রোদ বদলের জল্পনার মধ্যেই রাষ্ট্রপতি  দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । অর্থমন্ত্রকের তরফে অবশ্য  অর্থমন্ত্রী পদে রোদ বদলের সম্ভাবনা উড়িয়ে  দেওয়া  হয়েছে । সীতারমন গত  সোমবার তামিল নাড়ু এবং অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রীদের সাথে বৈঠক করেন ,আজ তিনি জিএসটি পরিষদের বৈঠকে  সভাপতিত্ব করবেন ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।