খবর > Country

১৪ জুলাই বাস্তিল দিবসে ফ্রান্সে পৌঁছে যাচ্ছেন নরেন্দ্র মোদী

Updated : 07/11/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রীর আসন্ন বাস্তিল দিবসে ফ্রান্স  সফরের মধ্যেই , আগামী ১৩ জুলাই  প্যারিসে  পৌঁছে তার বৈঠক হতে চলেছে ফরাসি  প্রেসিডেন্টের সঙ্গে ।জানা যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধবিমান বাহক রণতরী  আইএনএস বিক্রান্তের জন্য ২৬ টি রাফায়েল যুদ্ধবিমান  কেনার চুক্তি হতে পারে ।তা ছাড়াও মুম্বাইয়ের  মাঝগাঁও ডক য়ে  যৌথ ভাবে ফ্রান্সের সাথে ভারত তিনটি কালবেরি সিরিজের  তিনটি সাবমেরিন ও তৈরি  করবে ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।