মেষ - বহু ব্যয়ে নাজেহাল হবে
বৃষ - অকারণ বিতর্ক এড়িয়ে চলুন
মিথুন - গুরুজনের অসুখ নিয়ে ঘাবড়ে যাবার কারণ নেই
কর্কট - অপচয় ও অপব্যয় নিয়ন্ত্রণ না করলে দুর্ভোগ
সিংহ - সংসারের বেয়াড়া পানা সংসারে অশান্তি ডেকে আনবে
কন্যা - কর্মে গতি ধীর হওয়ার সম্ভাবনা
তুলা - হটকারী সিদ্ধান্ত না নেয়াই উচিত
বৃশ্চিক - প্রিয়জনের বিয়ের কথা বার্তা শুরু হবে
ধনু -রত্ন ও অলংকারের ব্যবসা বাড়ানোর জন্য চেষ্টা
মকর -নিকটজনের কাছ থেকে মর্মান্তিক গত পেয়ে মানসিক স্থিতি টলমল
মীন -সর্দি কাশি ও জ্বর জ্বালা তে কাজকর্ম ব্যাহত হবে