খবর > Country

আজকের রাশিফল ( ১৮ জুলাই )

Updated : 07/18/2023, IST

মেষ - বহু  ব্যয়ে  নাজেহাল হবে 

বৃষ  - অকারণ  বিতর্ক এড়িয়ে চলুন 

মিথুন - গুরুজনের অসুখ নিয়ে ঘাবড়ে যাবার কারণ নেই 

কর্কট - অপচয়  ও অপব্যয় নিয়ন্ত্রণ না করলে দুর্ভোগ 

সিংহ  - সংসারের বেয়াড়া  পানা  সংসারে অশান্তি ডেকে আনবে 

কন্যা  - কর্মে গতি ধীর হওয়ার সম্ভাবনা 

তুলা - হটকারী সিদ্ধান্ত না নেয়াই  উচিত 

বৃশ্চিক - প্রিয়জনের বিয়ের কথা বার্তা শুরু হবে 

ধনু -রত্ন ও অলংকারের ব্যবসা বাড়ানোর জন্য চেষ্টা 

মকর -নিকটজনের কাছ থেকে মর্মান্তিক গত পেয়ে মানসিক স্থিতি টলমল 

মীন -সর্দি কাশি ও জ্বর জ্বালা  তে কাজকর্ম ব্যাহত হবে 

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।