নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করেছেন ৩৮ টি দল নিয়ে তারা এনডিএ বৈঠক করবেন ।এনডি এ বৈঠক য়ে যোগ দেবেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা কুমারস্বামী ।তা ছাড়াও এনডিএ তে যোগদানের কথা জানিয়েছেন লোকজন শক্তির নেতা চিরাগ পাসওয়ান ।